ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশু আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ১৪, ২০২৪
ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশু আহত ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ৯ নম্বর ব্রিজ এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে এক শিশু আহত হয়েছে।
 
শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়রা ১৩-১৪ বছরের ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে।

তবে তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাতে স্থানীয় লোকজন শিশুটিকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে দেখে ছুটে আসেন।

পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, খেলার ছলে ট্রেনে উঠে গিয়েছিল ওই শিশু। ট্রেন চলন্ত অবস্থায় সে লাফ দেয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সে কথা বলতে পারছে না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।