ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে মিললো যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মে ১৭, ২০২৪
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে মিললো যুবকের মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদীতে মিললো মো. শফি (৩৫) নামে এক যুবকের মরদেহ।  

শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে নিখোঁজ হওয়া শফি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।

এর আগে গত বুধবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীতে থাকা এক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন মো. শফি।

পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। ৪৮ ঘন্টা পর শুক্রবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।