চট্টগ্রাম: মীরসরাইয়ে পর্যটক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে বাস নিয়ে ঝরনায় ঘুরতে আসেন একদল পর্যটক।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, পর্যটক ও সিএনজিচালকদের মধ্যে তর্ক-বিতর্কের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি।
বিই/পিডি/টিসি