ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, এপ্রিল ২৭, ২০২৪
পটিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

চট্টগ্রাম: পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর  রাতের আঁধারে হামলা করেছে একদল দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে মুক্তিযোদ্ধা আবু বক্কর চৌধুরীর ছেলে মিজানুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় তারা।

তাকে বাঁচাতে এলে এসএম হোসেন নবী টুটুল নামে আরেক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় মিজানের একটি হাত ভেঙ্গে যায়।
টুটুলের মাথায় গুরুতর আঘাত পায়।  রক্তাক্ত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

হামলায় গুরুতর আহত টুটুল কালারপুল এলাকার বেসরকারি কারখানা কিং স্প্রিং এর হিসাব শাখার সহকারি ব্যবস্থাপক এবং মিজান চট্টগ্রাম জেলা জজ আদালতের কর্মচারি বলে জানা গেছে।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।