ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, আগস্ট ৩১, ২০২৫
ছুরিকাঘাতে যুবক খুন ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু (৩৪) নামের এক যুবক খুন হয়েছেন।  

শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

পেশায় কাঠমিস্ত্রি পিন্টু নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনিতে শ্বশুরের বাসায় পরিবার নিয়ে থাকতেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পিন্টুকে খুন করা হতে পারে। শরীরে ৩-৪টি আঘাতের চিহ্ন রয়েছে।  

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রাতে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।