ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তাবিজ করার সন্দেহে বৈদ্যকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, এপ্রিল ২৭, ২০২৪
তাবিজ করার সন্দেহে বৈদ্যকে কুপিয়ে হত্যা ...

চট্টগ্রাম: পরিবারের লোকজনকে তাবিজ করার সন্দেহে এক বৈদ্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মো. নূর হোসেন বৈদ্য (৮০) ফটিকছড়ির দক্ষিণ কাঞ্চননগর মোহাম্মদ পাড়া এলাকার মৃত নছর জামানের ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চননগর মালেক শাহ বাজারে নুরু সওদাগরের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ঘাতক আবু তাহের (৬০) দক্ষিণ কাঞ্চননগর মোহাম্মদ পাড়া এলাকার মৃত জহুর আহমদ সওদাগরের ছেলে।

ঘটনার পর তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, দোকানে চা খাওয়া অবস্থায় আবু তাহের দা দিয়ে নুর হোসেন বৈদ্যকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত নূর হোসেন পেশায় একজন কবিরাজ (বৈদ্য)। আসামি ও তার পরিবারের লোকজনকে তাবিজ করার সন্দেহে আবু তাহের তাকে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা দাবি করেছে- আসামি মানসিক ভারসাম্যহীন।

ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।