ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় মানুষের পাশে থাকা বিত্তবানদের সামাজিক দায়িত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, মার্চ ২২, ২০২৪
অসহায় মানুষের পাশে থাকা বিত্তবানদের সামাজিক দায়িত্ব

চট্টগ্রাম: সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, অসহায় মানুষের পাশে থেকে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বিগত দিনে যেমন এই আসনের অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।

 

শুক্রবার (২২ মার্চ) সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, চেয়ারম্যান সেলিম উদ্দীন,  চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান জসিম উদ্দিন, শামসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।