ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির ৩৯তম ব্যাচের বন্ধু সম্মিলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, মার্চ ২২, ২০২৪
চবির ৩৯তম ব্যাচের বন্ধু সম্মিলন

চট্টগ্রাম: বন্ধুত্বের মেলবন্ধনে, প্রাণের উচ্ছাসে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।

শুক্রবার (২২ মার্চ) নগরের একটি রেস্টুরেন্টে শতাধিক বন্ধুর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

এতে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

চবি ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরী অনুষ্ঠানে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে সমাজে ভালো কাজের উদাহরণ তৈরি করতে হবে।

ভালো কাজগুলো এগিয়ে নিতে হবে আমাদের। এমন আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব আরো দৃঢ় হবে।

এ সময় ব্যাচের সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী সুখে-দুঃখে ব্যাচের  বন্ধুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে প্রায় শতাধিক ছিন্নমূল ও দুস্থ মানুষের হাতে ইফতার তুলে দেন ব্যাচ প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।