ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অনন্যা আবাসিকে যুবক খুন, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
অনন্যা আবাসিকে যুবক খুন, গ্রেপ্তার ৫ শাওন বড়ুয়া

চট্টগ্রাম: নগরের চাদগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকায় শাওন বড়ুয়া নামে এক যুবক খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

 

নিহত শাওনের বাড়ি সাতকানিয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে।

চাদগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে খুনে জড়িত ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।