ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচরে অগ্নিকাণ্ড: চমেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
ভাসানচরে অগ্নিকাণ্ড: চমেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু 

চট্টগ্রাম: নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ সোহেল নামে আরও এক ৫ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ওই অগ্নিকাণ্ডে দগ্ধ চার শিশু মারা গেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পিআইসিউতে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সোহেল নামে আরও এক শিশু পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

তার শরীরের ৫২ শতাংশ দগ্ধের সঙ্গে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।  

এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাসানচরে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও দুই শিশু মারা যায়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।