ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, ফেব্রুয়ারি ৪, ২০২৪
চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পরিত্যক্ত ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে। আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।