ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চার স্বর্ণের বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জানুয়ারি ২৯, ২০২৪
চার স্বর্ণের বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি এই বিমানবন্দেরেরই স্বাস্থ্য কর্মকর্তা।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা স্বার্ণসহ তাকে আটক করেন। বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে।

২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।