ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঘর থেকে বেরিয়ে দুই দিনেও ফেরেনি কিশোর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জানুয়ারি ২৪, ২০২৪
ঘর থেকে বেরিয়ে দুই দিনেও ফেরেনি কিশোর

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় জয় দাশ (১৬) নামের এক কিশোরের হদিস মিলছে না। অনেক খোঁজাখুঁজির পর ২ দিনেও তার সন্ধান না পেয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে গত ২২ জানুয়ারি সকাল থেকে নিখোঁজ হন জয় দাশ।
 

জয় দাশের বাবা বাহাদুর দাশ জানান, আমাদের সঙ্গে হামিদচর এলাকায় থাকতো জয় দাশ। বাসার পাশের একটি মুদি দোকানে চাকরি করতেন তিনি। গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জয় দাশ। এরপর থেকে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও পাইনি। তাই আমরা একটি সাধারণ ডায়েরি করেছি।  

চান্দগাঁও থানার এসআই আজিজুল হক জানান, জয় দাশ বের হওয়ার সময় মোবাইল নিয়ে বের হয়নি। তাই তার অবস্থান জানতে পারছি না। জয়কে খুঁজে পেতে সব ধরনের প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।