ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে ২ দালাল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জানুয়ারি ২০, ২০২৪
চমেক হাসপাতালে ২ দালাল গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মমতাজ বেগম (৫০) ও জাকির হোসেন (৩৮) নামে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মমতাজ বেগম, আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে ও জাকির হোসেন কক্সবাজারের ঈদগাঁও থানার মো. হোসেনের ছেলে।  

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে দুপুরে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।