ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আমরা চাই সুন্দর পরিবেশে বাস করতে: ড.আওরঙ্গজেব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, সেপ্টেম্বর ১, ২০২৫
আমরা চাই সুন্দর পরিবেশে বাস করতে: ড.আওরঙ্গজেব ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ও স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের চিফ অ্যাডভাইজর ধীমান বড়ুয়া।

 

ইংরেজি বিভাগের প্রভাষক জেনুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, প্রক্টর ইনচার্জ ড. সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার সোমা, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শারমীন আকতার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক নঈম উদ্দিন, স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের তাসবিউল হাসান আলিফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহারিয়ার তৌফিক নাদিম, ইংরেজি বিভাগের তৌকি ইসলাম, ফার্মেসী বিভাগের মো. নাসির উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জান্নাতুল ইকরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বাংলাদেশে বিভিন্ন কারণে পরিবেশ হচ্ছে দূষণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

কিন্তু আমরা সকলে চাই সুন্দর একটি পরিবেশে বাস করতে, যেখানে আমরা গ্রহণ করতে পারবো বিশুদ্ধ বাতাস। আমরা জানি, এই পৃথিবীতে পরিবেশ সম্মতভাবে বাস করতে হলে বৃক্ষের বিকল্প নেই। কারণ বৃক্ষ হচ্ছে অক্সিজেন তৈরির অন্যতম অনুষঙ্গ। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি।

তিনি আরও বলেন, শুধু ডিগ্রীধারী হয়ে শিক্ষিত হলে হবে না, দেশ এবং সমাজকে সুন্দর করার লক্ষ্যে আপনাদের অনেক বেশি কাজ করতে হবে। তাহলেই এই বাংলাদেশ আমাদের সকলের বসবাস উপযোগী হবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।