ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় দুই বাড়িতে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ১৩, ২০২৪
লোহাগাড়ায় দুই বাড়িতে চুরি ...

চট্টগ্রাম: লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লোকজন না থাকার সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে স্বর্ণ, টাকা, মোটরসাইকেল ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ২ নম্বর ওয়ার্ড হরিদাঘোনা দক্ষিণ পাড়ার মনজুর আহমদ কোম্পানি ও  প্রবাসী শাহ আলমের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

মনজুর আহমদ কোম্পানি জানান, বাড়ির গেট খুলে একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল।

এছাড়াও চাচাতো ভাই প্রবাসী শাহ আলমের বাড়ির দরজা ও স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে গেছে। তাদের পরিবারের লোকজন মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিল।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, বাড়িঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, থানা পুলিশকে চুরির ব্যাপারে জানানো হয়েছে।  

লোহাগাড়া থানার এসআই নাছিমা আকতার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।