ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জুলাই ২৪, ২০২৩
মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা  ছবি প্রতীকী

চট্টগ্রাম: মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।  

সোমবার (২৪ জুলাই) নগরের এনায়েতবাজার ও নন্দনকানন এলাকায় ডেঙ্গু মশা নিধনে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ, বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়।

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৮ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা মশা মারতে ওষুধ ছিটায় এবং জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।