ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পুকুরে ডু‌বে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, জুন ৩০, ২০২৩
বাঁশখালীতে পুকুরে ডু‌বে শিশুর মৃত্যু  ...

চট্টগ্রাম: ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) বিকা‌লে বাঁশখালীতে পুকুরের পা‌নি‌তে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মোস্তানির বিল্লাহ্ মাশহুদ নামের ওই শিশু শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এহছানুল কবিরের পুত্র।

জানা যায়, প‌রিবা‌রের লোকজনের অগোচ‌রে বা‌ড়ির পা‌শের পুকু‌রে প‌ড়ে যায় মাশহুদ। খোঁজাখুঁজির এক পর্যা‌য়ে বা‌ড়ির পুকুরে তা‌কে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।