ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিং কোচের নম্বরে গড়ে সাত পেল টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, আগস্ট ২৫, ২০১৯
ফিল্ডিং কোচের নম্বরে গড়ে সাত পেল টাইগাররা ছবি: শোয়েব মিথুন

বিশ্বকাপে বাংলাদেশ দলে ফিল্ডিং ছিল বেশ হতাশাজনক। যার ফলে বেশ ভুগতে হয়েছে গোটা দলকে। বিশ্বকাপে অংশ নেওয়া সবগুলো দলের বিবেচনায়ে বেশ পিছিয়ে ছিল টাইগাররা।

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও পরে জিম্বাবাবুয়েকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের মূল পরিকল্পনাতেও রয়েছে এই ফিল্ডিং।

শনিবার (২৪ আগস্ট) মাঠের অনুশীলনের প্রথম দিনের পুরোটা সময় ক্রিকেটারার ব্যয় করেন ফিল্ডিংয়ের ওপর। অনুশীলন শেষে বাংলাদেশের প্রোটিয়া ফিল্ডিং কোচ রায়ান কুক তার শিষ্যদের ফিল্ডিংয়ের ওপর নম্বর দেন।

এই প্রশ্নের জবাবে কুক বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশকে ফিল্ডিংয়ে দশের মধ্যে টি-টোয়েন্টিতে ৬, টেস্টে ৭ ও ওয়ানডেতে ৭.৫ দেব আমি। ’

তবে সবচেয়ে মজার বিষয় হলো এদিন পুরো ফিল্ডিং সেশনে বাংলাদেশের ক্রিকেটারদের ফিল্ডিংয়ের প্রাথমিক দিক গুলো নিয়ে দীক্ষা দেন এই প্রোটিয়া কোচ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।