ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, মে ১০, ২০১৮
প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাত সাকিব আল হাসান

ঢাকা: আইপিএলের ৪২তম ম্যাচে টসে হেরে বল করছে হায়দ্রাবাদ। বল হাতে ম্যাচের চতুর্থ ওভার ও নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১০ মে) নিজেদের ১১তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয় দিল্লি ডেয়ারডেভিলসের। দিনের একমাত্র ম্যাচে ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নেন দিল্লি অধিনায়ক রাহানে।

 

তবে দিনটি সম্ভবত সাকিবের। ভুবনেশ্বর কুমার আর সন্দ্বীপ শর্মার নিয়ন্ত্রিত ৩ ওভার শেষে পাওয়ার প্লের চতুর্থ ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।  

অধিনায়কের আস্থার যোগ্য প্রতিদান দিতেই কিনা ওভারের শেষ দুই বলে দিল্লির দুই ওপেনার পৃথ্বী ও জেসন রয়কে আউট করে দিয়ে দিল্লির ভালো শুরুর স্বপ্নে বাধা দেন সাকিব। দুজনকেই ক্যাচ আউটে পরিণত করেছেন তিনি।  

পৃথ্বী আউট হয়েছেন সাকিবকে তুলে মারতে গিয়ে। শিখর ধাওয়ানকে সহজ এক ক্যাচ দেন তিনি। আর জেসন রয় আউট হয়েছেন সাকিবের ঘূর্ণি না বুঝতে পেরে। ক্রিজ থেকে বেরিয়ে আসতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল জমা হয় হায়দ্রাবাদের উইকেটরক্ষক গোস্বামীর গ্লাভসে।  

আইপিএলে সাকিবের উইকেটসংখ্যা এখন পর্যন্ত ১২।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দিল্লির স্কোর ৭.৪ ওভারে ৪৩/৩। দুই ওভার বল করে ১০ রান খরচে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব। তৃতীয় উইকেটটি রান আউট।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিবরা আজ জিতলেই নিশ্চিত হবে প্লে অফ। অন্যদিকে দিল্লির জন্য আজকের ম্যাচটি প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১০ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।