ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রুকি কোটায় এগিয়ে লিটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মে ৫, ২০১৮
রুকি কোটায় এগিয়ে লিটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তরুণ যে তিন ক্রিকেটারকে নেয়ায় কথা রয়েছে সে তালিকায় বেশ এগিয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে তার নাম সবার প্রথমেই আছে।

শনিবার (৫ মে) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।

যা বললেন তাতে সবই সম্ভাব্য। ‘ও (লিটন) আমাদের বিবেচনায় এগিয়ে আছে। তবে তার নামই চূড়ান্ত একথা আমি বলতে পারবো না। বলবে ক্রিকেট অপারেশন্স। ’

বাকি দুজন কারা? ‘এখনও ঠিক হয়নি। আমরা নাম নির্বাচন করে অপারেশন্সে পাঠাবো। সামনে বোর্ড সভায় তাদের নাম চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। ’-জানালেন নান্নু।

সপ্তাহ দুই আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক রদবদল করা হয়। তাতে বাদ পড়েন ৬ জন ক্রিকেটার। তরুণ ৩ জন ক্রিকেটারকে রুকি কোটায় চুক্তিতে নেওয়ার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।