ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

সিরিজ জয়ে কোহলির সেঞ্চুরি উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৬, জুলাই ৭, ২০১৭
সিরিজ জয়ে কোহলির সেঞ্চুরি উদযাপন ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে সমতায় ওয়ানডে সিরিজ শেষ করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের অলরাউন্ড পারফরম্যান্সে ধরাশায়ী হয়েছে ক্যারিবীয়রা। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২০৬ রানের সহজ লক্ষ্যটা ৭৯ বল ও ৮ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় টিম ইন্ডিয়া।

লো-স্কোরিং চতুর্থ ওয়ানডে জিতে সিরিজটা জমিয়ে তুলেছিল ও. ইন্ডিজ। ওই ম্যাচটিতে ১৮৯ রানের জবাবে ১১ রানে হার মানে কোহলির দল।

স্বাগতিকদের শেষ রক্ষা আর হলো না। ৩-১ ব্যবধানে (বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত) সিরিজ জয়ের পর এবার রোববারের (৯ জুলাই) একমাত্র টি-টোয়েন্টিতে চোখ রাখছে সফরকারীরা।

দুর্দান্ত ব্যাটিংয়ে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি ও দিনেশ কার্তিক। কোহলি ১১১ ও কার্তিক ৫০ রানে অপরাজিত থাকেন। ওপেনার অজিঙ্কা রাহান ৩৯ ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৪। উইকেট দু’টি নেন অালজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।

.এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। কিন্তু চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে পারেনি স্বাগতিক শিবির। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২০৫। সর্বোচ্চ ৫১ রান করেন শাই হোপ। কাইল হোপ ৪৬, অধিনায়ক জেসন হোল্ডার ৩৬, রোভম্যান পাওয়েল ৩১ রান করে আউট হন।

মোহাম্মদ শামি একাই চারটি উইকেট দখল করেন। উমেশ যাদব নেন তিনটি। একটি করে হার্দিক পান্ডে ও কেদার যাদব।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোহলি। সিরিজ সেরা হন পাঁচ ইনিংসে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে সর্বোচ্চ রানস্কোরার রাহানে (৩৩৬)।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।