ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

জয়সুরিয়াই থাকছেন নির্বাচকদের প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, জুলাই ৪, ২০১৭
জয়সুরিয়াই থাকছেন নির্বাচকদের প্রধান সনাথ জয়সুরিয়া/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের চেয়ারম্যান পদে আরও ছয় মাস থাকছেন সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত ৩০ জুন কমিটির মেয়াদ শেষ হয়েছিল। এখন তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

অর্থাৎ ২০১৭ সালের শেষ পর্যন্ত প্রধান নির্বাচক হিসেবে ‍দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া।

এর আগে নতুন নির্বাচক কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। কিন্তু এসএলসি’র সঙ্গে আলোচনার পর বর্তমান নির্বাচকদের রেখে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সাক্ষাৎকারে জয়সুরিয়া বলেন, ‘এসএলসি ধারাবাহিকতা চেয়েছিল এবং আমাকে একই নির্বাচকদের ধরে রাখার অনুরোধ করেছে। ’ জয়সুরিয়ার অধীনে নির্বাচক প্যানেলে আছেন রোমেশ কালুভিথারানা, বিশ্বকাপ জয়ী আসাঙ্কা গুরুসিংহা, রঞ্জিত মাদুরুসিংহা ও এরিক উপাশান্থা।

গত বছর দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কার চিফ সিলেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয়সুরিয়া। এর আগে ২০১৫ সালের এপ্রিলে এ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।