ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এবার রাজনীতির মাঠে তাসকিন-মুস্তাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, অক্টোবর ২২, ২০১৬
 এবার রাজনীতির মাঠে তাসকিন-মুস্তাফিজ

ঢাকা: তারা দু’জনই বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার। ক্রিকেটের মাঠে একজন গতির ঝড় তুলে চীড়ে ফেলেন প্রতিপক্ষের স্ট্যাম্প, আরেকজন স্ট্যাম্প উপরে ফেলেন কাটা দিয়ে।

বুঝতেই পারছেন কোন দুই টাইগার তারকার কথা আমি বলছি। হ্যাঁ, বলছি টাইগার পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানের কথা।

 

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট প্রথম ম্যাচে তারা কেউই খেলতে পারছেন না। মুস্তাফিজ খেলতে পারছেন না কাঁধের চোটের কারণে আর তাসকিন দল থেকে বাদ পড়েছেন। তারপরেও আজ তাদের কথা বলার উদ্দেশ্য হল, শনিবার (২২ অক্টোবর) তারা অতিথি হয়ে এসেছিলেন দেশের সব চাইতে প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনে।

দেশের সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্যানুযায়ী সকাল ১০টার সময় তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সম্মেলনস্থলে আসেন। সম্মেলনস্থলে এসে দু’জনই অতিথির আসন অলঙ্কৃত করেন।  

২২ অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন যা শেষ হবে ২৩ অক্টোবর।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬

এইচএল/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।