ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মিরাজ দুর্দান্ত বোলিং করেছে: মঈন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, অক্টোবর ২০, ২০১৬
মিরাজ দুর্দান্ত বোলিং করেছে: মঈন ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: মেহেদী হাসান মিরাজের বোলিং তাদের দিনভর ভোগালেও এই তরুণ তুর্কিকে প্রশংসা করতে ভোলেননি ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজের ভূয়সী প্রশংসাই ঝরেছে তার কণ্ঠে।

মিরাজের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হলে মঈন বলেন, ‘সে খুব ভালো বল করেছে। একদম জায়গামতো বল করে গেছে। তাই তার বলগুলো আনপ্লেয়েবল হয়ে যায় আমাদের জন্য। অভিষেকেই ৫ উইকেট পাওয়া অসাধারণ। সামনে সে আরও ভালো করবে। ’

মিরাজের পারফরম্যান্স বোলিংয়ে ভালো কিছু করার আশা জোগাচ্ছে অফস্পিন অলরাউন্ডার মঈনকেও, ‘চেষ্টা করবো জায়গামতো বোলিং করার। ভালো জায়গায় বল করতে পারলে উইকেট পেতে সমস্যা হবে না। ’

মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮। বাকি দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।