ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ের ধরণ বদলাবেন না সাব্বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, অক্টোবর ১৭, ২০১৬
ব্যাটিংয়ের ধরণ বদলাবেন না সাব্বির সাব্বির রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: টেস্টেও ব্যাটিংয়ের ধরণ একই রাখার কথা বলেলেন এবারই প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান।  

 

সোমবার দুপুর পৌনে একটায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময় টিম হোটেলে দাঁড়িয়ে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেন, ‘সুযোগ পেলে আমি আমার মতো করেই ব্যাটিং করে যাবো।

তেমন চেঞ্জ করা যাবে না। আর রান তো রানই। সেটা ছক্কায় হোক কিংবা চারে হোক। সবাই শেষমেশ স্কোর বোর্ডটাই দেখবে। ’

তবে টেস্টে ব্যাটিংয়ের জন্য লম্বা সময় পাওয়া যাবে উল্লেখ করে সাব্বির আরও বলেন, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে কয়েকটা বল ডট দিলেই চাপ তৈরি হয়। কিন্তু টেস্টে সেই সুযোগ নেই। সময় নিয়ে দীর্ঘক্ষণ ব্যাটিং করা যাবে। ’

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার অভিজ্ঞতাটাই টেস্টে ভালো খেলতে বাড়তি পুঁজি যোগান দেবে  উল্লেখ করে এই অলরাউন্ডারের মত, ‘দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাটাই আমাকে টেস্টে ভালো খেলার ব্যাকআপ যোগাবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।