ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সুযোগ পাওয়া নতুন চারজন খুবই এক্সাইটেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, অক্টোবর ১৭, ২০১৬
সুযোগ পাওয়া নতুন চারজন খুবই এক্সাইটেড বাঁ থেকে-সাব্বির, সোহান, মিরাজ ও রাব্বি

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: সাব্বির রহমান ২৯টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি। নুরুল হাসান সোহান সেখানে ৬টি টি-টোয়েন্টিই খেলেছেন।

আর কামরুল ইসলাম রাব্বি আর মেহেদি হাসান মিরাজের এখনও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির জার্সি গায়ে জড়ানো হয়নি।

কিন্তু এই চার তরুণকে এক সুতোয় মিলিয়ে দিয়েছে রোববারের বিকেল। ওই সময় ঘোষিত ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটার দলে রাখা হয়েছে এই চার তরুণকেই।

তবে দল ঘোষণার দিন এই চার তরুণকেই গণমাধ্যমের সামনে আনা হয়নি। তাই জানা যায় নি তাদের প্রতিক্রিয়া। সোমবার এই চারজনের একজন সাব্বির রহমান এলেন গণমাধ্যমের সামনে।

স্বাভাবিকভাবেই তার প্রতি প্রশ্ন ছিল নতুন চারজনের প্রতিক্রিয়া কেমন-এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘আমরা চারজন খুবই এক্সাইটেড। চারজনই এই প্রথম টেস্ট দলে সুযোগ পেলাম। খবরটা পাওয়ার পর হোটেলে আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম বারবার। আর রাব্বি (কামরুল ইসলাম) তো আমার খুব ভালো বন্ধুই। আমরা সবাই খুশি। ’
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।