ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, সেপ্টেম্বর ১৩, ২০১৬
মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন সাকিব।

 

এতে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জামাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম  মাওলানা মুফতি মো. রইস উদ্দিন।

নামাজ শেষে সাকিব মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি শহরের কেশবমোড় এলাকায় নিজ বাড়ি দুটি গরু কোরবানি দেবেন।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এসআ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।