ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

অ্যাশেজে ইংলিশদের সাহস যোগাচ্ছেন ভন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জুন ২৪, ২০১৫
অ্যাশেজে ইংলিশদের সাহস যোগাচ্ছেন ভন ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী মাসেই শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের এ টেস্ট সিরিজটিতে কাগজে-কলমে এবার অজিরাই এগিয়ে।

তবে ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন অবশ্য স্বাগতিকদের সিরিজে ভীত না হওয়ার কথা জানিয়েছেন।

ভন জানান, অজিদের বিপক্ষে ম্যাচে ভয়ের কিছু নেই। বরং ‍অ্যাশেজ পুনরুদ্ধার করতে হবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।

২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০তে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। আগামী আট জুলাই ইংল্যান্ডের কার্ডিফে দু’দলের মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক সাক্ষাতকারে ভন বলেন, ‘ইংলিশদের এ সিরিজে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে। আমরা ম্যাচে হার নিয়ে কোন চিন্তা করি না। কারণ অজিরা অনেক বেশি আশা করছে। যদি আমরা সিরিজে ভয় নিয়ে খেলি তাহলে বিপক্ষ দল আমাদের ওপর আরো চেপে বসবে। ’

ভনের নেতৃত্বে ইংল্যান্ড ২০০৫ সালে অ্যাশেজ জিতেছিল। এটি ছিল ১৮ বছর পর ইংলিশদের অ্যাশেজ জয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।