ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

টাইরগারদের ড. ইউনূসের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, জুন ২২, ২০১৫
টাইরগারদের ড. ইউনূসের অভিনন্দন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২১ জুন) রাতে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।



বিবৃতিতে ড. ইউনূস বলেন, টাইগাররা অসাধারণ! তোমরা বিশ্বের বুকে আমাদের সম্মান বৃদ্ধি করেছ। আমরা তোমাদের নিয়ে গর্বিত। শুভকামনা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়ের পর রোববার (২১ জুন) ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। ফলে এখন পাকিস্তানের মতো হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ানরা।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।