ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের জয়ে বরিশালে আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, জুন ১৯, ২০১৫
বাংলাদেশের জয়ে বরিশালে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার সফরকারী ভারত ৭৯ রানে বাংলাদেশের নিকট পরাজিত হওয়ায় জয়ের উল্লাসে বরিশাল নগরীসহ পুরো জেলায় নামে ক্রিকেট প্রেমীদের ঢল।

বৃহস্পতিবার রাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়ে গোটা বরিশাল।



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে নগরী ও জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।

খেলা শেষ হওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই নগরীর সদর রোড, নতুন বাজার, বগুড়া রোড, বাংলাবাজার, সাগরদী, কাউনিয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে ক্রিকেটপ্রেমীরা।

বাঁধভাঙ্গা এ আনন্দঘন মুহূর্তে ঘরে বসে থাকতে পারেনি শিক্ষার্থী, শিশু-কিশোর, আবাল, বৃদ্ধ, বণিতা। এ সময় অনেকের হাতেই ছিলো বাংলাদেশের পতাকা।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।