ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

ইতিহাসের সামনে ওভারটন ‘টুইনস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, জুন ১৫, ২০১৫
ইতিহাসের সামনে ওভারটন ‘টুইনস’ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড ক্রিকেট দলে সুযোগ পেলেন জমজ ভাই ক্রেইগ ও জেমস ওভারটন। ক্রিস জর্ডানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পান অলরাউন্ডার ক্রেইগ আর চতুর্থ ওডিআইয়ের জন্য লাইম প্লাঙ্কেটের ইনজুরির কারণে ডাক পেলেন জেমস।



চতুর্থ ম্যাচটিতে যদি তারা খেলার সুযোগ পান তাহলে ইংলিশ ক্রিকেটের ইতিহাসে প্রথম জমজ ক্রিকেটার হিসেবে খেলার রেকর্ড গড়বেন তারা। এছাড়া অ্যাডাম ও বেন হোলিয়ায়েকের পর দুই ভাই হিসেবে ইংলিশ দলে খেলবেন তারা।

এখন পর্যন্ত জাতীয় দলে কোন ম্যাচ না খেলা ওভারটন জমজ দু’জনেই কাউন্টি দল সামারসেটের হয়ে খেলেন। এছাড়া তারা দু’জনেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন।

চলমান ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। চতুর্থ ম্যাচটি আগামী বুধবার ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।