নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিশাখাপাত্নমে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
চার ম্যাচ শেষে খুব একটা আশার জায়গায় নেই নিগার সুলতানা জ্যোতিদের দল। তবে এখনো স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি। আজ অজিদের বিপক্ষে জিতলে পরের রাউন্ডে ওঠার ক্ষীণ সম্ভাবনাটা টিকে থাকবে বাংলাদেশের।
অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান মজবুত করতে চাইবে। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও সফল দলটি হিসেবে এ ম্যাচেও ফেবারিট তারা।
তবে নিগার সুলতানার চোখে এখনো আত্মসম্মান রক্ষার লড়াই। দলের লক্ষ্য স্পষ্ট। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, লড়াইটা যেন সম্মানজনক হয়। ব্যাটে-বলে প্রতিরোধ গড়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
বিশাখাপাত্নমের গরম ও স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের ঘূর্ণি আক্রমণ আজ বড় ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী কোচ হাশান তিলকারত্নে। সেই সঙ্গে নিগার, ফারজানা, রুমানা বা রাবেয়ারা যদি দায়িত্বশীল ব্যাটিং করতে পারেন, তাহলে অজিদেরও চাপে ফেলা সম্ভব।
এফবি/আরইউ