ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

একদিনের টানা বৃষ্টিতেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় মাঠে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।

ফলে বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। কবে থেকে আবার খেলা শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।

গত আসরটি অনুষ্ঠিত হয়েছিল সিলেটের এক ভেন্যুতে। তবে এবার ভেন্যু বাড়িয়ে সিলেটের পাশাপাশি যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়া। কিন্তু টানা বৃষ্টির কারণে শুরু থেকেই ভোগান্তি বাড়তে থাকে। টুর্নামেন্টের প্রথম দিনই সিলেট-রংপুর ম্যাচ পরিত্যক্ত হয়। বগুড়ায় কোনো বল মাঠে গড়ায়নি, এমনকি টসও হয়নি। রাজশাহীতেও বাধা হয় বৃষ্টি, যেখানে ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে।

পরের দিনগুলোতেও একই চিত্র। ১৫ সেপ্টেম্বর ঢাকা-বরিশাল এবং খুলনা-চট্টগ্রামের ম্যাচও পরিত্যক্ত হয়। পরিকল্পনা ছিল ১৭ সেপ্টেম্বর থেকে আবার খেলা শুরু হবে। সিলেট পর্ব শুরু হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো আসরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।