ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

লঙ্কান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, সেপ্টেম্বর ১৪, ২০২৫
লঙ্কান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের নিয়ে একপ্রকার ছেলেখেলাই করেছে লঙ্কানরা।

বোলিংয়ে অবশ্য শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার দলীয় ১৩ রানে ওপেনার কুশাল মেন্ডিসকে (৩) ফেরান পেসার মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই যেন আর খুঁজে পাওয়া যায়নি লিটন দাসের দলকে।

দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা উভয়ে মিলেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে নাস্তানাবুদ করতে থাকে টাইগার বোলিং লাইনআপ। তারা দুজনে মিলে গড়েন ৯৫ রানের আগ্রাসী জুটি। দলীয় ১০৮ রানে শেখ মেহেদির বলে নিশাঙ্কা (৫০) আউট হলেও ততক্ষণে ম্যাচ থেকে বহু দূরে ছিটকে যায় টাইগাররা। শেষমেশ, ৬ উইকেট এবং ৩২ বল থাকতেই লজ্জার হার বরণ করতে হয় বাংলাদেশকে।

শ্রীলঙ্কার হয়ে  মিশারা ৩২ বলে ৪৬ রানে এবং আশালাঙ্কা ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।  বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদি।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশ শিবিরে। শ্রীলঙ্কার দুই পেসার নুয়ান থুসারা ও দুশ্মান্থা চামিরার গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগাররা। প্রথম ওভারেই থুসারার দুর্দান্ত ডেলিভারিতে শূন্য রান করে বোল্ড হয়ে ফেরেন ওপেনার তানজিদ তামিম। এরপর চামিরার নিখুঁত লেন্থে ক্যাচ তুলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন।

এরপর রানআউট হয়ে ফিরে যান তাওহীদ হৃদয়। ৯ বলে ৮ রানের ইনিংস খেলে তিনিও ব্যর্থতার তালিকায় নাম লেখান। ইনফর্ম ব্যাটার লিটন দাস একপ্রান্তে লড়াই চালালেও সঙ্গী পাননি। শেখ মেহেদি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ৯ রানে। দলীয় সংগ্রহ তখন মাত্র ৩৮।

লিটন চেষ্টা করেছিলেন ব্যাটিং বিপর্যয় সামাল দিতে, কিন্তু হাসারাঙ্গার ঘূর্ণিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনিও ফিরলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ২৬ বলে ২৮ রান করেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় যখন দল ধুঁকছিল, তখন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর জুটিতে ধাক্কা সামলায় টাইগাররা।  

তারা দুইজনে মিলে গড়েন ৬১ বলে ৮৬ রানের জুটি। আর এতেই ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। শামীম খেলেন ৩৪ বলে ৪২ রানের ইনিংস আর জাকের অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে।

তবে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। লঙ্কান অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হার মানতে বাধ্য হয় লিটনরা।

এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।