ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

যুবাদের ব্যাট এসেছে তামিমের মাধ্যমে, নিজেই হাতে তুলে দিয়েছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জানুয়ারি ৫, ২০২৪
যুবাদের ব্যাট এসেছে তামিমের মাধ্যমে, নিজেই হাতে তুলে দিয়েছেন

প্রতিদিনই এখন মিরপুরের ব্যস্ততা যুব ক্রিকেটারদের ঘিরে। কোনোদিন রানিং, কখনো আবার ব্যাট বা বল হাতে নিজেদের প্রস্তুত করছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

আসন্ন যুব বিশ্বকাপ ঘিরে তাদের এই প্রস্তুতি। ওই টুর্নামেন্টে তামিম ইকবালের মাধ্যমে আসা ব্যাট পাচ্ছেন সব ক্রিকেটার।

মূলত এশিয়া কাপের সময় তামিমের কাছ থেকে ব্যাট কেনার ইচ্ছের কথা জানান কয়েকজন ক্রিকেটার। তাদের এই চাহিদার কথা পরে জানানো হয় বিসিবিকে। সেখান থেকেই পরে সব ক্রিকেটারের জন্য একটি করে ব্যাটের ব্যবস্থা হয়।  

শুক্রবার বাংলানিউজকে যুব দলের ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, ‘তামিম যেহেতু সিএর সঙ্গে চুক্তিবদ্ধ। এজন্য তার মাধ্যমে সবার জন্য ব্যাট আনা হচ্ছে। তামিম আজকে (শুক্রবার) নিজেই সেগুলো ক্রিকেটারদের হাতে তুলে দেবে। ’

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাট ব্যবহার করেন তামিম। তার মতো একই মানের ব্যাট দিয়ে বিশ্বকাপ খেলবেন যুবারা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ।  

বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।