ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

আইএসইউর শিক্ষকদের দক্ষতা বাড়াতে সেমিনার

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ২৩, ২০২৫
আইএসইউর শিক্ষকদের দক্ষতা বাড়াতে সেমিনার

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানোর ধারাবাহিকতায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর মহাখালী ক্যাম্পাসে এ সেমিনার আয়োজন করে।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে মূলবক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ মুসতাফা।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আইএসইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে।  

তিনি জানান, শিক্ষকদের মানোন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষকরা যেন সক্রিয়ভাবে পাঠদানে অংশ নেন এবং একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষার গুণগত মানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।  

অধ্যাপক আহমেদ মুসতাফা বলেন, গবেষণা এবং শিক্ষকতা — এই দুই বিষয় পাশাপাশি চলে। ভালো শিক্ষক হতে চাইলে ভালো গবেষকও হতে হবে। তা নাহলে আপনি সারাজীবন শুধু লেকচারার হিসেবেই থেকে যাবেন। কিন্তু আপনি যদি প্রফেসর হতে চান, অর্থাৎ সত্যিকারের জ্ঞান বিতরণ বা ‘প্রফেস’ করতে চান, তাহলে আপনাকে গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।  

একইসাথে শিক্ষকদের সেরা ক্যারিয়ার গড়ে তুলতে নিজেদের নেটওয়ার্কিং বা যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করতে হবে।  

‘সেমিনার অন মেক ইউর টিচিং ভিজিবল’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশ নেন।  
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।  

অধ্যাপক ড. আহমেদ মুসতাফা যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।