ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ১৩, ২০২৫
আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স

‘অদম্য আমরা একসাথে’ এই অনুপ্রেরণামূলক মূল ভাবনা নিয়ে সমুদ্র নগরী কক্সবাজারে আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সটি সমৃদ্ধ করেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, সেলস ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী, অ্যাডভাইজার ডা. মো. আশরাফুল বারী এবং অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সেলস ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী বলেন, আমাদের শক্তির মূল উৎস আমাদের সেলস ফোর্স। এ সেলস ফোর্সের কারণেই আমরা ইতোমধ্যে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছি, আর এটি কেবল শুরু মাত্র। ভিশন ২০৩০-এর আওতায় আমরা আমাদের জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণ, উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে ইন-হাউস এমপ্লয়িদের প্রোমোশনে প্রাধান্য প্রদান, আধুনিক ইআরপি সিস্টেমের মাধ্যমে সেলস মনিটরিং, মার্কেট কাভারেজ ও এলপিসি বৃদ্ধি করে এবং ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানকে কাজে লাগিয়ে আমরা আকিজ বেকার্স লিমিটেডকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাই।

আকিজ বেকার্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের এ সাফল্য, ‘আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক। আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুণ্ন রাখতে অঙ্গীকারবদ্ধ। এ কারণেই আজ গ্রাহকরা বলেন, আকিজ বেকার্স লিমিটেডের পণ্য সবার থেকে আলাদা।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।