অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আয়োজন করেছে ওয়ান ব্যাংক পিএলসি। সম্প্রতি কুষ্টিয়ায় সেতু কনফারেন্স হলে এ কর্মসূচিতে স্থানীয় ২৫ জন উদ্যোক্তাদের প্রশিক্ষিত ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, এসএমইএসপিডি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডিপিডি পিআইইউ মো. আয়ুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংকের খুলনা জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মোহাম্মদ মাসুদুল হক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস আব্দুস সামাদ।
এএটি