ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

চীনের হুজু ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জুলাই ২২, ২০২৫
চীনের হুজু ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করল এক্সিম ব্যাংক ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠান।

কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা কাঠামোর মাধ্যমে আন্তঃদেশীয় অর্থায়নের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি।  

সম্প্রতি চীনে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ, ব্যাংক অব হুজু’র ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে সই করেন এবং স্বাক্ষরিত চুক্তিপত্রটি ব্যাংক অব হুজু’র চেয়ারম্যান এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজের কাছে হস্তান্তর করেন।

এই চুক্তির মাধ্যমে এক্সিম ব্যাংক এবং অপর দুটি প্রতিষ্ঠান একসঙ্গে দেশে ও বিদেশে আন্তঃ ব্যাংকিং সহযোগিতা এবং বহুজাতিক আর্থিক সহায়তা নিয়ে কাজ করতে পারবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।