ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, জুলাই ১৫, ২০২৫
ওয়ান ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা।

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

এ সময় পরিচালক অনন্যা দাশ গুপ্ত, শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ, আবু জাফর মো. সালেহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইসলামী ব্যাংকিং জন সরকার, ডিএমডি, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর মোহা. আনোয়ারুল ইসলাম, ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি ডিভিশনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ওয়ান ব্যাংক ১৯৯৯ সালের ১৪ জুলাই একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংক মোট ১১৪টি শাখা, ১৮৪টি এটিএম ও সিআরএম বুথ, ৪৮টি উপশাখা, ১৯টি কালেকশন বুথ ও ২৭৬টি এজেন্ট আউটলেটের মাধ্যমে সারাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ