পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।
‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের প্রকল্পটির মাধ্যমে গ্যাস ইঞ্জিন থেকে নির্গত অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্প খাতে সবুজ ও পরিবেশবান্ধব বাষ্প সরবরাহ করা হয়।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর মধ্যে বিশেষ করে, লক্ষ্যমাত্রা ৭: পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি, লক্ষ্যমাত্রা ৯: টেকসই শিল্প ও অবকাঠামো, লক্ষ্যমাত্রা ১২: দায়িত্বশীল উৎপাদন ও ভোগ এবং লক্ষ্যমাত্রা ১৩: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনাইটেড পাওয়ারের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে।
১২ জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান এবং ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক পুরস্কার গ্রহণ করেন।
এমএম