ঢাকা: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি ‘শ্রদ্ধায় গৌরবে স্বাধীনতা দিবস` শিরোনামে বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।
সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন তারা।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা মেহতাব হেলাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডিনরা, বিভাগীয় প্রধানরা, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরআইএস