ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’- এর তিন দিনব্যাপী প্রথম পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা এ আয়োজনে অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কোঅর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন এবং ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিস-এর প্রধান আতিফ মো. সাফি।
দুইটি ক্যাটাগরিতে সারাদেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে। তার মধ্যে একক শ্রেণিতে ৪৮টি ও ফটো স্টোরিজ শ্রেণিতে ৭টি ছবির গল্প প্রদর্শিত হচ্ছে। ৮-১০ এপ্রিল আইইউবি ক্যাম্পাসে চলবে প্রথম পর্ব। এরপর ১১-১২ এপ্রিল জাতীয় শিল্পকলা একাডেমিতে চলবে দ্বিতীয় পর্ব। ১৮ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর তৃতীয় পর্ব। সবগুলো পর্বই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ২০ এপ্রিল আইইউবিতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরআইএস