কিছুদিন আগেও যেসব দেয়ালে বাসা বেঁধেছিল ময়লা-আবর্জনা, আজ সেখানেই নজর কাড়ছে তারুণ্যের রঙিন ফুল। শহরকে ঢেলে সাজাতে উদ্দীপ্ত তরুণেরা হাতে তুলে নিয়েছে রঙ-তুলি।
নিজ নিজ উদ্যোগে শহরের জরাজীর্ণ, পুরোনো দেয়ালগুলোতে রং-তুলিতে রাঙিয়ে তুলতে কাজ করছেন এক ঝাঁক তরুণ প্রজন্ম, শহরে শহরে বসেছে তারুণ্যের মেলা। রাজধানীর মতোই রং তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, রাঙামাটি, টাঙ্গাইল, সাতক্ষীরা, বগুড়াসহ বিভিন্ন শহরের রাজপথ থেকে গলিপথ। যেখানে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ভাবমূর্তিসহ ফুল, পাখি আর নানা শব্দের উচ্চারণ।
আগামী প্রজন্মের উদ্যোগে সবসময় পাশে আছে বার্জার পেইন্টস। চলুন, আমরা সবাই মিলে রাঙাই আমাদের প্রিয় এই দেশকে। আর রং মানেই তো বার্জার!
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসএএইচ  


 
                                             
                .jpg) 
                 
                 
                 
                 
                 
                 
                 
                