ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্যারিয়ার

৪০তম বিসিএসের আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, নভেম্বর ১৫, ২০১৮
৪০তম বিসিএসের আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

৪০তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শেষে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি জমা দেয়ার সময় শেষ হবে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।

বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯০৩টি শূন্য পদে নিয়োগের জন্য সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জন, শিক্ষা ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়। এবার আবেদনের জন্য প্রায় দেড় মাস সময় পেয়েছেন প্রার্থীরা।

ইতিমধ্যে যারা অনলাইনে আবেদনের সময় ভুল করেছেন তাদের নতুন করে আবেদনের সুযোগ দেয়া হয়েছে। তাদেরও আজ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।