ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্যারিয়ার

অফিসার ক্যাডেট নেবে সেনাবাহিনী

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, অক্টোবর ১১, ২০২৫
অফিসার ক্যাডেট নেবে সেনাবাহিনী

৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট (পুরুষ ও মহিলা) নেবে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচিত ক্যাডেটরা প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।

আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৫।  

অনলাইনে আবেদন জমা দিতে হবে সেনাবাহিনীর ওয়েবসাইটের (http://join.army.mil.bd) মাধ্যমে। নিয়োগ বিজ্ঞপ্তি ও সেনাবাহিনীর ওয়েবসাইটে। অনলাইন আবেদন ফি ১০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা।

বিস্তারিত:

আবেদন প্রক্রিয়ার পর মোট ৪টি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমেই প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা নেওয়া হবে ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা। এ পরীক্ষা হবে ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।
পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বরের (২০২৫) প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষায়। আইএসএসবি পরীক্ষা নেওয়া হবে ঢাকা সেনানিবাসে। এ পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে প্রার্থীদের মোট ৪ দিন অবস্থান করতে হবে।
অবস্থানকালে যাবতীয় ব্যয় সরকার বহন করবে। আইএসএসবি পরীক্ষায় ভালো করলে নেওয়া হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার বাধা পার হতে পারলেই মিলবে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগপত্র।


বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ে প্রশ্ন করা হবে। আবেদনের যোগ্যতা যেহেতু এইচএসসি বা সমমান, তাই নবম-দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানে ভালো জানাশোনা থাকতে হবে। গণিত, ইংরেজি বিষয়েও পাঠ্যবইয়ের বাইরে বাড়তি পড়াশোনাসহ পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে।  

চূড়ান্তভাবে নির্বাচিত ক্যাডেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৩ বছরের প্রশিক্ষণ নিতে হবে। সফল প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে।
লেফটেন্যান্ট পদে থাকাকালে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাসহ পাবেন নিয়োগপ্রাপ্তরা। এ ছাড়া রয়েছে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্য সরকারি সুযোগ-সুবিধা।

জাতীয় মাধ্যমে প্রার্থীর যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ যেকোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ ও ৩টি ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’, ৩টি ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে এসএসসিতে জিপিএ ৫ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ ও ৩টি ‘বি’ গ্রেড থাকতে হবে। প্রার্থীকে (অবিবাহিত পুরুষ ও মহিলা) অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৪ কেজি বা ১২০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৪৬ কেজি বা ১০০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। ১ জুলাই ২০২৬ তারিখে বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।