ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্যাংকিং

দেশে জাল নোট ঢুকছে, যে পরামর্শ দিলো কেন্দ্রীয় ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, অক্টোবর ১৫, ২০২৫
দেশে জাল নোট ঢুকছে, যে পরামর্শ দিলো কেন্দ্রীয় ব্যাংক

দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে।

সতর্ক বার্তায় বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ধরণের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জাল নোট সম্পর্কে বাংলাদেশ ব্যাংক আগে থেকেই সতর্কমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

জাল নোট সম্পর্কে বেশ কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক : নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথাযথভাবে যাচাই করতে হবে, যেমন: জলছাপ, অ-সমতল ছাপা, নিরাপত্তা সূতা, রঙ পরিবর্তনশীল কালি (যথাযথ ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি।

বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে।

নগদ লেনদেনে সম্ভব হলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে।

সন্দেহজনক নোট পেলে বা এ সম্পর্কিত কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।