নেপালে সরকারবিরোধী সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা–কাঠমুন্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আজকের ঢাকা–কাঠমুন্ডু–ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবারের (০৯ সেপ্টেম্বর) ও আজকের স্থগিতকৃত ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের জানানো হবে।
নেপালগামী যাত্রীদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
এর আগে মঙ্গলবার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন।
এমআইএইচ/এসআইএস