ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

বরগুনায় ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, জুন ১০, ২০২০
বরগুনায় ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন মোড়ক উন্মোচনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ অন্যরা।

বরগুনা: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীর মধ্য থেকে ১০০ মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, জেলা প্রশাসক মো. মুস্তাইন বিল্লাহর সভাপতিত্বে মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র মো. সাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নূর হুসেন (সজল)।

বরগুনায় ১০০ জন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এ গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাসস হিসেবে যুগ যুগ ধরে থাকবে এবং নতুন প্রজন্মরা এ থেকে অনেক ইতিহাস পাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।